
কুষ্টিয়া প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
সারাদেশে যেখানে প্রতি কেজি গরুর মাংস প্রায় ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঠিক সেই সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের সহায়তায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশী গরুর মাংস।
মঙ্গলবার সকালে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্মুখে এ মাংস, দুধ ও ডিম বিক্রি করতে দেখা যায়। এছাড়ও সুলভ এ মূল্য কার্যক্রমে ৭ টাকা ৭৫ পয়সা পিস হিসেবে ডিম ও ৭০ টাকা লিটার হিসেবে গরুর দুধ বিক্রয় হচ্ছে।
মিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা সাশ্রয় হওয়াতে লাইন ধরে মাংস কিনতে দেখা গেছে ক্রেতাদের।
এব্যাপারে মিরপুর উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা আব্দুল্লাহ কাফি বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এ কার্যক্রম শুরু করেছি। সুযোগ পেলে কার্যক্রম আরো বাড়াতে চাই।
এব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌসিফুর রহমান উক্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা সুলভ মূল্যের এই কার্যক্রম কুষ্টিয়ার বেশ কয়েক জায়গাতে শুরু করেছি। সুলভ মূল্যের এই কার্যক্রম সাধারণ মানুষের জন্য কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। এসময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযুষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সজিব মিয়া, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৭:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।