
মানিক সরকার, গাজীপুর প্রতিনিধি: | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়। তারেক রহমান এখন জনগণের নেতা। আগামী নির্বাচন তারেক রহমানের নেতৃত্বেই হবে এবং পরবর্তী সরকার গঠন করা হবে।
তিনি আরো বলেন, একটি দল শুধু চোখ রাঙ্গিয়ে কথা বলেন, এত চোখ রাঙ্গানো ঠিক নয়। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায় তারা দেশদ্রোহী।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ীর মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃংঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা সথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সবেক সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ও শাহ রিয়াজুল হান্নানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।