
নরসিংদী প্রতিনিধি | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
“অর্থের অভাবে কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে ” এই মূলমন্ত্র কে ধারণ করে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়।
এই ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থী সহায়তা প্রদান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সারা বাংলাদেশের ব্যাচ ৯৬,
নরসিংদী জেলা ৯৬ ব্যাচ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্য নিয়ে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তারই ধারাবাহিকতাই বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ, বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় অধ্যুষিত তিনটি ইউনিয়ন বাশঁগাড়ী, মির্জারচর ও চরমধুয়ার শিক্ষার মান উন্নয়নে যথসামান্য ভূমিকা রাখার সুপ্ত প্রয়াস থেকেই বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের পথচলা।
বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয়, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়,
মির্জারচর উচ্চ বিদ্যালয়, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৪৪ জন ছাত্র -ছাত্রীকে শিক্ষা সহায়তা প্রদান করার মধ্য দিয়ে এই কর্মযজ্ঞ ২য় বর্ষে উদযাপন করা হয়।
সেই সাথে চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে প্রথম ছাত্র হিসেবে ৪১ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগদান করায় মোঃ সেলিম মিয়াকে সম্মান স্মারক প্রদান করা হয়।
অত্র বিদ্যালয়ের একমাত্র ছাত্রী সামিয়া সালাম ইভা ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ায় তাকে সম্মান স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
একই সাথে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীসহ সকল অতিথিবৃন্দকে বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের নাম সম্ভলিত একটি আকর্ষণীয় কলম উপহার দেওয়া হয়।
মনির হোসেন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমধুয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আহসান শিকদার, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মির্জারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বাঁশগাড়ি নিউ মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের ছাত্র ড. জসিম উদ্দিন, প্রফেসর, উদ্যানতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। মাহবুব আলম সিকদার, এজিএম,নোমান গ্রুপ। আব্বাস উদ্দীন লিটন, সহঃপ্রধান শিক্ষক বেলায়েত আলি উচ্চ বিদ্যালয়।মনির হোসেন আকাশ, স্বত্বাধিকারী, কথাকলি লাইব্রেরী। জসিম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক, বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয়।
এছাড়া ও ফরহাদ সিকদার, সমির মিয়া, কামাল ফকির, কামাল হোসেন, শিপন তালুকদারসহ অনেকে।
উপস্থিত ছিলেন এলাকার শিক্ষানুরাগী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
অত্র সংগঠনটির মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে টাকার জন্য যেন কোন শিক্ষার্থী ঝড়ে না পড়ে।
প্রত্যেক বক্তার প্রাণবন্ত বক্তব্যে ৯৬ ব্যাচের প্রতি তাদের জন্য আবেগঘন উচ্ছ্বাস আর কোমলমতি শিক্ষার্থীদের মুখের হাসি আয়োজনকে সুন্দর ও সার্থক করেছে।
Posted ১০:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।