
কিশোরগঞ্জ প্রতিনিধি | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
“সাংবাদিক সংস্থা দিচ্ছে ডাক” বৈষম্য সব নিপাত যাক” শ্লোগানে প্রকম্পিত হয় কিশোরগঞ্জের মাটি। যে সংগঠনটি ১৯৮২ সনে সাংবাদিক মীর লিয়াকত আলী প্রতিষ্ঠিত করেছিলেন তারই উত্তরসূরীরা জাতীয় সাংবাদিক সংস্থার হাল ধরেছে কিশোরগঞ্জে সাংবাদিক সমাজ। এ উপলক্ষ্যে কিশোরগঞ্জে পালিত হয় ৪৪তম জন্মদিবস। জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলী হাল ধরার পর মুহাম্মদ আলতাফ হোসেন তার হাল ধরেন। নানা অভিযোগ ও হিসেব-নিকেশের পর এতে নতুন উদ্যোগ ও ভাবনায় হাল ধরেন লায়ন মো: নূর ইসলাম। তিনি সংগঠনকে নবরূপে নতুন শক্তিতে বলিয়ান করেন। তারই নির্দেশনায়ই অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাদিবস।
তাই কিশোরগঞ্জে মহা উৎসবে শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল দশটায় (পুরানথানা) ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সহকারে এক উচ্ছ্বাস-আবেগের শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে মিলিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের উপদেষ্টা একে নাসিম খান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী। সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা ইউনিটের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, দৈনিক আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি সংস্থার উপদেষ্টা মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আমাদের সময় জেলা প্রতিনিধি এড. মাসুদ ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইসচেয়ারম্যান মোঃ রেজাউল হাবিব রেজা, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা জাসাস এর আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, এড. শওকত কবীর খোকন, এড. নিজাম উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহের হোসেন, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক আমিনুল হক সাদী, শামছুল আলম সেলিম, ভৈরব ইউনিটের সভাপতি সাবির উদ্দিন রাজু, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, যুগ্ম সম্পাদক হাজী মো: আবু সাঈদ, হোসেনপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক জনি, করিমগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা মো: শফিকুল ইসলাম শফিক, সভাপতি হাবিবুর রহমান বিপ্লব,তাড়াইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আফসর উদ্দীন, কটিয়াদী ইউনিটের মো: মঈনুল ইসলাম, ইটনা ইউনিটের রাকিবুল হাসান রোকেল এবং লেখক সমাজের উল্লেখযোগ্য অংশ এতে শামীল হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক ফারুকুজ্জামান ও শফিকুল ইসলাম নাঈমকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া জাতীয় সাংবাদিক সংস্থাকে শক্তিশালী রূপ দেওয়া ও কিশোরগঞ্জের জেলা ইউনিটের সাবেক সভাপতি রেজাউল হাবিব রেজাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা ইউনিটের পক্ষ হতে তাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইভাবে স্ব স্ব ক্ষেত্রে সৃজনশীল কাজে অবদানের জন্য স্থানীয় দুই প্রতিষ্ঠানকেও তাদের উৎকর্ষতার প্রমাণের স্বীকৃতিতে সম্মাননা প্রদান করে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট। সবশেষে সভাপতি শফিক কবীর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১১:০৭ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।