
কিশোরগঞ্জ প্রতিনিধি | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
কিশোরগঞ্জ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় আন্দোলন র্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান আখড়া বাজার, গৌরাঙ্গ বাজার, কালীবাড়ি মোড় হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে র্যালিটি।
এর আগে দুপুর ১২ টার দিকে গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, হয়বতনগর এ.এইউ কামিল মাদরাসা, আল জামিয়াতুল ইমদাদিয়াসহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্ররা মিছিলে মিছিলে কলেজ মাঠে জড়ো হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্সসহ আরোও অনেকে।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্যাডে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ও আরিফ সোহের স্বাক্ষরিত ৩২১ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
Posted ১১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।