
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছিল যুব র্যালি, যুব সমাবেশ, মশক নিধন, জলাশয় পরিস্কার, খেলার মাঠ পরিস্কার, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা, প্লাস্টিক পণ্যের ব্যবহার হ্রাস করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক কর্মশালা এবং পুষ্টি বিষয় অলম্পিয়াড ছিল অন্যতম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমি সরকার রাখী, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা, ডেপুটি কো-কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন নরসিংদী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।
প্রায় ৩ শতাধিক যুব ও যুব মহিলার উপস্থিতিতে নরসিংদী যুব প্রশিক্ষণ কেন্দ্র ছিল উৎসবমূখর।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।