
শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঘোড়াশাল সাদ্দাম বাজারের পাশের সড়কে শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।
শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা এই বাজারটিতে আগামী ২৬ জানুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, কয়েক দিন পরপর রেলওয়ে ও বিআইডব্লিউটিএ বাজারটির জমি নিজেদের দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। হঠাৎ করে শতাধিক ব্যবসায়ীদের আয়ের পথ বন্ধ না করে তাদের পূর্নবাসনের ব্যবস্থা নিয়ে পরে অভিযান পরিচালনার আহব্বান জানান তারা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশালের বিআইডব্লিউটিএ এর অফিসের সামনে গিয়ে প্রতিবাদ জানায়।
এ সময় উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোড়াশাল সাদ্দাম বাজার সমিতির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক নির্মল বাবু, ব্যবসায়ী মোস্তাক আহমেদ, বিএনপি নেতা শাহিন বিন ইউসুফ, লোকমান হোসের, জয়নাল আবেদীন ও ইসলামী শাসনতন্ত্রের নেতা ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।