
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাছেদ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাছেদ মিয়া অটোরিকশার চালক ছিলেন। তিনি নরসিংদী সদর উপজেলার শীলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, রোববার সকাল সোয়া ৭টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে নিয়ে ঘোড়াশালের উদ্দেশ্যে ফিরছিলেন বাছেদ মিয়া। পরে সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামীর যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস অটোরিকশা কে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ আরও তিনযাত্রী সড়কে পড়ে যান। তাদের মধ্যে চালক বাছেদ গুরুতর আহত হন। স্থানীয়রা মাইক্রোবাসকে আটকে রাখে। পরে এর চালক ও স্থানীয়রা মিলে গুরুতর আহত বাছেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয় অটোরিকশা চালক বাছেদ মিয়ার।
Posted ১১:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।