
মানিক সরকার, গাজীপুর প্রতিনিধি: | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার কর্তৃপক্ষ তাদের কারখানার সকল কর্মচারী-কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে তিন দিনব্যাপী জমকালো এক পিঠা উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করেন সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এইচ. সেলিম।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় অবস্থিত সিলভার লাইন গ্রুপের চারটি পোশাক কারখানার শ্রমিকদের বানানো দুই শতাধিক স্টলে বাহারি রকমের পিঠা নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী এ পিঠা উৎসব পালন করা হয়। উৎসবটি সিলভার লাইন গ্রুপের ফ্যাক্টরি ৪ ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার সমারোহে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলভার লাইন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সামিত হাসান, ডাইরেক্টর সাহারা সেলিম।
সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এইচ. সেলিম বলেন, “আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করি, এই আয়োজন সবার কাছে আনন্দদায়ক হবে।”
জানা গেছে, সিলভার লাইন গ্রুপ তাদের কারখানার ৮ হাজারেরও অধিক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকবৃন্দ এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে। যারা পোশাক কারখানায় কাজ করে অধিকাংশ লোকজনই বাঙালির ঐতিহ্যের উৎস বা দিবস কর্মের চাপে পালন করতে পারেনা। তাদের কথা চিন্তা করেই মালিক পক্ষ এ পিঠা উৎসবের আয়োজন করেছে।
এ দিকে কারখানার শ্রমিকরা মহাখুশি মালিক পক্ষ তাদেরকে নিয়ে পিঠা উৎসবের আয়োজন করায়। শ্রমিকরা জানিয়েছেন, তাদের বানানো পিঠা দিয়েই পিঠা উৎসবের আয়োজনের কথা আগে কোথাও শোনেননি।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।