
| মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
গত ১৩ ডিসেম্বর ২০২৪ একটি জাতীয় দৈনিক পত্রিকায় “নোয়াখালী মেডিকেল কলেজ বেপরোয়া কামরুল সিন্ডিকেট”প্রকাশিত সংবাদের তথ্য মিথ্যা, কাল্পনিক, তথ্যবিভ্রাটমূলক, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, মেডিকেল কলেজের বর্তমান স্টোর কিপার মুরাদ হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ রাশেদ, স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে। কতিপয় অসৎলোক নিজেদের অসৎ উদ্দেশ্যে মিথ্যা, ভুল, কাল্পনিক তথ্য দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করিয়েছে।
প্রতিবাদলিপিতে কামরুল ইসলাম আরও উল্লেখ করেন, আমি বর্তমানে অন্য জেলায় কর্মরত রয়েছি। কয়েক বছর আগে আমি নোয়াখালী মেডিকেল কলেজ থেকে বদলি হয়ে চলে যায় অথচ দৈনিক এ পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে (স্বাচিপ) নোয়াখালী সভাপতি ডাক্তার ফজলে এলাহী খান ও সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান ও নোয়াখালী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব) সভাপতি ডাক্তার সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাক্তার সালাউদ্দিন মাহমুদ সাহেবের লোক হয়ে আমি কাজ করি। বাস্তবতা হচ্ছে তাদের সঙ্গে আমার কোন কাজকর্ম ও সম্পর্ক নেই। আমার জানামতে এ সংগঠনগুলো নেতাদের কোন অনিয়ম,দুর্নীতি নেই। যেহেতু তারা ডাক্তারদের সংগঠনের নেতৃত্বদেন তাদের সংগঠনের মধ্যে পক্ষ প্রতিপক্ষ রয়েছে, কেউ হয়তো নিজেদের ফায়দা লুটার জন্য ভুল তথ্য দিয়ে এই খবর প্রকাশে উৎসাহিত করেছে। আমি অন্য জেলায় নিজের অফিস কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি।
(স্বাচিপ)ও(ড্যাব) সভাপতি, সাধারণ সম্পাদক, আমিসহ অন্যান্যদের নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে আমরা মনে করি আমাদেরকে হেয়প্রতিপন্ন করতে একটি মহলবিশেষের ভুল, মিথ্যা, অসত্য তথ্য প্ররোচনায় কাল্পনিক এই খবর প্রকাশিত হয়েছে।
Posted ২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।