
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | প্রিন্ট
ছাত্র—জনতার আন্দোলনে শহীদ হওয়া সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাত হোসেন সজলের কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ—সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এ সময় তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেন। ১৯ আগস্ট সোমবার দুপুরে বিএনপি নেতৃবৃন্দ তার বাড়িতে কবর জিয়ারত, মোনাজাত শেষে পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেন।
উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু,সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিলন, সাঘাটা উপজেলা যুবদল আহবায়ক আহমেদ কবির শাহীন, সাঘাটা উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি জসিউল করিম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, বোনারপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সাদেকুল ইসলাম, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবির জুয়েল, যুবদলের যুগ্ন আহবায়ক ইখতিয়ার আহম্মেদ সুজন, যুগ্ন আহবায়ক শামীম হোসেন মন্ডল, বোনার পাড়া ইউনিয়ন যুবদল আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, সাঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজ আহম্মেদ টিটু, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, সিনিয়র যুগ্ন আহবায়ক সাঈদ ইকবাল সাইফুল, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাহিদ হাসান শামীম সহ আরো অনেকে। এছাড়া যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া সাজ্জাত হোসেন সজল সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সে ঢাকা সিটি কলেজে পড়ালেখা করতেন।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।