
মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ | প্রিন্ট
বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ৭ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ফেনী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জহির রায়হান মাঠে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকতা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সোনাগাজী উপজেলার চর আবদুল্লাহ বিট কর্মকতা মো মামুন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রথম আলো নিজস্ব প্রতিনিধি আবু তাহের।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, বন্ধু ফাউন্ডেশনের জেলা সমন্বয় কারী মেহেদী হাসান, বক্সমাহমুদ কামিল মাদ্রাসার সুপার কামরুল হাসান,
মেলায় জেলার বিভিন্ন উপজেলার ২০ টি স্টলে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধী, বিভিন্ন ধরনের ফুলের গাছ বিক্রি হচ্ছে।
Posted ২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।