
নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ১২ মে ২০২৪ | প্রিন্ট
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট, উফশী আউশ ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ সহায়তা এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আবুল কালাম আজাদ, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ জালাল উদ্দিন দেওয়ান সহ সকল ব্লকের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারবৃন্দ, সাংবাদিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় ১ হাজার ১৯০ জন কৃষককে এক বিঘা জমির জন্য এক কেজি পাট বীজ ও ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ৫ কেজি ও ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়। এছাড়াও এসময় ৮৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন এক কেজি পেঁয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি বিতরণ করা হয়।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।