
| শুক্রবার, ০৩ মে ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে এসআই (সাব-ইন্সপেক্টর) সাইদুর রহমান (৫৬) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তিনি মিরপুর উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সূত্র জানায় এসআই সাইদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ডিউটি শেষে মোটরসাইকেল যোগে ক্যাম্পে ফিরছিলেন। উক্তস্থানে রেলকসিং করার সময়ে ঈশ্বরদী থেকে দর্শনাগামী মালবাহী ট্রেনের নীচে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ৮:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | admim
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।