
জেলা প্রতিনিধি নরসিংদী | শনিবার, ৩০ মার্চ ২০২৪ | প্রিন্ট
ঈদ উপলক্ষ্যে অস্বচ্ছল ও দু:স্থ পরিবারের মধ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় প্রান্তিক জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ (৩০ মার্চ) শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসানের পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা’সহ প্রমুখ।
আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আল ৩০০ পরিবারে মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহার তুলে দেন।
প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি,২ লিটার সয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট ও নুডুলস ৩ প্যাকেট।
Posted ৯:২৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।