
লিটন মিয়া লাকু | রবিবার, ১০ মার্চ ২০২৪ | প্রিন্ট
জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে রোববার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘ দুর্যোগ প্রস্তুতি লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’।
কর্মসূচির অংশ হিসেবে সকালে ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় চত্বরে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারি কর্মকর্তা মো. জাকির হোসেন, এনজির প্রতিনিধি রিয়াজুল ইসলাম, আশরাফুল আলম মোহাম্মদ রানা ইস্কান্দার রহমান মন্ডল প্রমুখ।
শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রদর্শন করেন।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।