শুক্রবার ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও মেধার বিকাশ ঘটাচ্ছে বধিরজনগোষ্ঠী

মোঃ ওমর ফারুক :   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও মেধার বিকাশ ঘটাচ্ছে বধিরজনগোষ্ঠী

ইন্দোবাংলা আন্তর্জাতিক বধির ক্রিকেট ফাইনালে রুহেল ১৩ই নভেম্বর চট্টগ্রাম বধির ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত হল ইন্দো-বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট। পশ্চিম বঙ্গ বধির সংঘ চট্টগ্রাম বধির টিমকে হারিয়ে ম্যাচ জিতে নেয়।

এই আয়োজনের মাধ্যমে তারা এটা দেখাতে সক্ষম হয়েছে বাক, শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ পেলে উন্নয়নের মূল স্রোতে তারা অবদান রাখতে পারে।
আগে বাড়িতে আত্মীয় বেড়াতে আসলে প্রতিবন্ধী বাচ্চাদের লুকিয়ে রাখা হতো। সাম্প্রতিক সময়ে বধির,বাকপ্রতিবন্ধীদের প্রতি মানুষের পাল্টাতে শুরু করে। প্রতিবন্ধী সুরক্ষা আইন পাশ হয়েছে সাম্প্রতিক সময়ে ।

একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন। চট্টগ্রামের সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন-“চট্টগ্রাম বধির ক্রিকেট এসোসিয়েশন অনেক পরিশ্রম করে এই ইন্দো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। ইন্দো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট দুই দেশের বাক প্রতিবন্ধীদের সক্ষমতা যেমন সমৃদ্ধ করবে একই ভাবে দুই বন্ধু দেশের মাঝে সম্প্রীতি আরো মজবুত করবে।

তিনি আরো বলেন প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও তারা বেশ ভালো করছে। ”
তিনি তাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা সহ সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গ থেকে আগত বধির ক্রিকেট দলকে চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের সৌন্দর্যমণ্ডিত স্থানসমূহ পরিদর্শন এর আমন্ত্রণ জানান তিনি।

সমাপণী অনুষ্ঠানে ফাইনালে ম্যাচে অংশগ্রহণকারী ইন্দোবাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট এর দুই দলের মাঝে পুরষ্কার তুলে দেন।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সিজিকেএস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী সহ দুই দলের উর্ধতন কর্মকর্তা, খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins