
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার পুরোশহরের বিরাসার এলাকার একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন মিয়া (৪৫) নামে এক ওয়ার্কশপ মালিক নিহত হয়েছে।
শনিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। মহসিন মিয়া উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের বিলকেন্দায় এলাকার আব্দুল কাদিরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে বিরাসার বাসস্ট্যান্ডের দক্ষিণ-পূর্ব পাশের ঢাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মহসিন মিয়া কাজ করতে গিয়ে ভুলবশত ভাবে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মহসিন মিয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে।
Posted ১০:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।