
খন্দকার আমির হোসেন: | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়ন এর আলীনগর গ্রামের মোঃ কাজল ভূঁইয়ার ৪৩ শতাংশ জমিতে সবরী ও চাপা কলা গাছ লাগানো হয়।
এক থেকে ধের মাসের মধ্যে কলার থোর বের হওয়ার কথা।
ঠিক এই বাড়ন্ত সময়ে গত ১১ইং সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে কে বা কাহারা প্রায় ১৩৭ টি কলা গাছ গোড়া থেকে কেটে ফেলে। যার আনুমানিক মুল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে ধারনা করা হচ্ছে।
জমির মালিক,কাজল ভূঁইয়া পরদিন সকালে জমিতে গিয়ে হতবাক হয়ে যান।আশেপাশের লোকজন কে ডেকে, তিনি এ বিষয়টি অবগত করেন।
এ বিষয়ে জমির মালিকের কাছে জানতে চাইলে, তিনি বলেন,দীর্ঘদিন যাবৎ আমার ফসলী জমির ক্ষতি সাধন করে আসছে একটি চক্র, কি কারণে এই ধরনের হীন কাজ কে বা কাহারা করছে, তা আমার বোধগম্য নয়। এছাড়া আমার সাথে কাহারো কোন শত্রুতা নেই।
এ বিষয়ে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করবেন বলে জানান ভুক্তভোগী।
Posted ৯:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।