
নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে মিরপুর বড় বাজার উওরপাড়া ৩ নং ইউনিট আওয়ামী লীগ অফিসে পথশিশুদের মৌলিক অধিকার, নিরাপদ আশ্রয়, জন্মনিবন্ধন ও সরকারি সুযোগ সুবিধা আদায়ে এক মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মিডিয়া ক্যাম্পেইন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ঢাকা জেলার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাপ্পিা সভাপতিত্বে এবং লিজা নির্মলা কস্তার সঞ্চলনা করেন। মিডিয়া ক্যাম্পেইনের সহায়তায় উপস্থিত ছিলেন আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এস.এ.এম. সুমন, ফাল্গুনী টেলিভিশনের নিউজ প্রেজেন্টার রাবেয়া সুলতানা, প্রথম আলো প্রত্রিকার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, শেষ সকালের সংবাদ প্রতিনিধি এডভোকেট সহিদুল ইসলাম (সাগর), দৈনিক বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, এনডিসি নিউজ প্রতিনিধি নুর হোসাইন, দৈনিক আলোকিত সকালের আবুল আতা মামুন সাংবাদিক আবুল আতা মামুন, আইসিডিএফ প্রতিনিধি মীর মোশারেফ অমি, ৯ নং ওয়ার্ড সচিব টি,এল. রবি দাশ, এ্যাডভোকেট সুমনা সামাদ প্রমূখ। মিডিয়া ক্যাম্পেইনের মূল বক্তব্য উপস্থাপন করেন ডিআইসি ইন-চার্জ দেবব্রত মজুমদার। উপস্থিত সাংবাদিকগন বর্তমান প্রেক্ষাপটে পথশিশুরে মৌলিক অধিকার সুরক্ষা,তাদের নিরাপদ আশ্রয়, জন্মনিবন্ধন সহজীকরণ ও শিশুদের সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার জন্য মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টিতে এনে সমস্যা সমাধানের ভূমিকা রাখার প্রত্যায় ব্যক্ত করেন। এর ফলে বিপদাপন্ন পথশিশুদের সামাজিক নিরাপত্তা, পথশিশুদের নিরাপদ আশ্রয় ও জন্মনিবন্ধনের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা আদায়ের সুযোগ তৈরী করে দিলে শিশুদের ভবিষ্যৎতে আলোকিত শিশু হিসাবে পরিবারে ও সমাজে পুনঃসম্পৃক্ত হতে পারবে।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।