
আলী হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার ভোলা: | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভোলার চরফ্যাশন উপজেলার দুলরহাট থানা এলাকার নীলকমল ইউনিয়নের হাজেরা বেগম (৩৪) নামে এক নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮ ঘটিকার সময় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যায় বলে জানা যায় এ নারী । ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে
ভোলা জেলায় এটি প্রথম নারীর মৃত্যু বলে নিশ্চিত করেছেন ভোলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, মৃত হাজেরা বেগমের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার নীলকমল ইউনিয়নে।
মৃত হাজেরা বেগমের ভাই লোকমান জানান, গত ৩০ জুলাই হাজেরা বেগমের ডেঙ্গু রোগ ধরা পড়ে । পরে তিনি তাকে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান। এরপর ২ আগস্ট বুধবার হঠাৎ তার শরীর অস্বাভাবিক ফুলে উঠে। পরে স্বজনরা চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সিঁড়ির উপরে উঠার সময়ে খিচুনি উঠে তিনি সিঁড়িতেই মারা যান।
চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই ওই নারী মারা গেছেন। আগে কোনো হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা হয়েছে কিনা তা জানি না। এ পর্যন্ত চরফ্যাশনে ১৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় দ্রুত ডেঙ্গু রোগী বাড়ছে। এ জন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। উল্লেখ্য, এর আগে গত ২১ জুলাই বুধবার ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাজিব নামে এক যুবকের প্রথম মৃত্যু হয়।
Posted ১০:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।