
পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: | রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট
পানিসম্পদ মন্ত্রনালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় দিনাজপুরে ১২ হাজার বিভিন্ন প্রজাতির ফলোজ ও বনোজ গাছের চারা রোপন করা হবে।
এরই অংশ হিসেবে ৩০ জুলাই-২০২৩ রবিবার সকাল ১০টায় দিনাজপুর সদরের চুনিয়াপাড়াস্থ গর্ভেশ্বরী ডানতীর বাঁধ এলাকায় আম, জাম, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলোজ ও বনোজ গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী বীরগঞ্জ (পুরো) উপ-বিভাগ মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, উপ-বিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী-বিরামপুর) মাহতাব আলী, শাখা কর্মকর্তা শামসুদ্দোহা, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, জেলা কমিশনার (রোভার) জালাল উদ্দীন মজুমদার, সংবাদকর্মী, জেলা রোভার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, রোভারের ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
Posted ৯:৫২ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।