
নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার দর্শনপাড়ায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক জাগরণ সৃষ্টি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (গম্ভীরা) অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে কুপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মড়মডিয়া হাট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
এদিন সকালে কুপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দর্শনপাড়া দুরন্ত শিশুফোরাম ও ভিসিডি’র আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি’র সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির।
ওয়ার্ল্ড ভিশন পবা এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসুদ রানা এর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে এবং ইয়ুথ ফোরামের সদস্য জলি খাতুন ও রিপন আলী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কর্নাহার থানার সাব ইন্সপেক্টর মিল্টন ডি কস্তা ও এ এস আই জাহেদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কুপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহাতাব উদ্দিন সহ প্রায় এক হাজার জন শিশু ও অভিভাবক এবং শিশু ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্য এবং নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাল্যবিবাহ শিশুর প্রতি সহিংসতার অন্যতম কারণ। বাল্যবিবাহ বন্ধ করতে হলে প্রয়োজন সামাজিক জাগরণ। তৃনমূল পর্যায়ে বিশেষ করে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত করা সম্ভব। এরই ধারাবাহিকতায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি ১৬.২) অনুযায়ী- শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা, নির্যাতন, অত্যাচার, শোষণ বাল্যবিবাহ ও পাচার বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সহযোগিতা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত গ্রাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।