
পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষে র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে মৎস্য অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষ্যে (২৪-৩০জুলাই) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরন এবং পোনা অবমুক্তকরনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
গতকাল মঙ্গলবার ২৫ই জুলাই সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষে জড়িত অংশীজন (স্টেকহোল্ডারগন), মৎস্য সমিতি, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ফিড ব্যবসায়ী ও প্রান্তিক মৎস্যচাষীগনের অংশগ্রহনে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে এক বর্ণাঢ্য র্যালীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। এতে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দিনাজপুর পুলিশ সুপার (বিপিএম-সেবা) ইফতেখার আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন। র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) আলোচনা সভায় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
স্বাগত বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, বিশ্বে ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম, আভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে ৩য়, তেলাপিয়া মাছ উৎপাদনে ৪র্থ, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। জাতীয় মৎস্য উৎপাদনের রেকর্ডে দিনাজপুর জেলা বিভিন্ন রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে এবার ৬৭ হাজার ৩ শত ৯৬ মেট্রিক টন মাছ উৎপাদন করেছে। আরও বলেন, মেধার বিকাশ ঘটাতে আমিষের গুরুত্ব অপরিসীম। আমিষ উৎপাদনের বড় অংশ মাছ থেকে আসে। আমিষের অভাব যেন না হয় সেই দিক লক্ষ্য রেখে মাছের চাষ দিন দিন বাড়াতে হবে। বেকার জনশক্তি থেকে মুক্তি পেতে কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোক্তা তৈরী করতে হবে। দূর্বার দুরন্ত গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের সাফল্য আসবে।
জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক পূরবী রানী রায় এর প্রানবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম প্রমুখ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দিনাজপুর শংকরপুর মৎস্যজীবী সমিতির পক্ষে কুমদ চন্দ্র রায়, বেসরকারি প্রতিষ্ঠান এমবিএসকে এর আব্দুল হালিম,
আলোচনা সভা শেষে দিনাজপুর জেলায় সাত জন মৎস্যচাষীকে এবং একটি হ্যাচারি ফিশ ফার্মকে কাজের স্বীকৃতিস্বরুপ বিশেষ ধরনের ক্রেস্ট পুরুষ্কার প্রদান করা হয়। পুরুষ্কার শেষে দিনাজপুর সদর উপজেলার জাতীয় উদ্যান রামসাগর দীঘিতে উৎসবমুখর পরিবেশে প্রায় ৬০ কেজি পোনা অবমুক্তকরন করা হয়।
Posted ৭:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।