
শাহরিয়ার আহমেদ পরাগ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় রায়পুরা গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের আয়োজনে সদস্যদের মাঝে ফলজ,বনজ ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক কার্যালয়ের দশটি শাখায় ৫৮ জন ফিল্ড অফিসারের মাধ্যমে বিভিন্ন জাতের এক লক্ষ আঠারো হাজার সাত শত গাছের চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-রায়পুরা এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন,শাখা ব্যবস্থাপক এম শফিকুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার মোঃ রাসেল মিয়া,ফিল্ড অফিসার আব্দুল বাতেন ও মেরিন সুলতানা প্রমুখ।
এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন এসময় সাংবাদিকদের বলেন- বর্ষা মৌসুম এখনই চারা লাগানোর উপযুক্ত সময় তাই আমাদের এ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ১০:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।