
নরসিংদী জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট
মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক কয়েকটি আদেশে এই রদবদল করা হয়। এতে সাক্ষর করেছেন উপসচিব সিরাজাম মুনিরা।
জানা যায়, মোস্তাফিজুর রহমান ২৭ তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
আরো জানা যায়, তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। শিক্ষাজীবনে তিনি তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
Posted ৮:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।