
নরসিংদী জেলা প্রতিনিধিঃ | সোমবার, ১২ জুন ২০২৩ | প্রিন্ট
আজ ১১ জুন ২০২৩ উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। সভার শুরুতে শিবপুর উপজেলা পরিষদের সদ্যপ্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।
পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের লক্ষ্যে কোরবানির হাটসহ সর্বত্র নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ঘরমুখী মানুষের স্রোত নিয়ন্ত্রণে মহাসড়ক এলাকা যানজটমুক্ত রাখার প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদ- ইভটিজিং-বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
Posted ৯:২৯ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।