
মোঃ আবু তাহের, তজুমদ্দিন (ভোলা) : | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | প্রিন্ট
ভোলার তজুমদ্দিনে জুয়া খেলারত অবস্থায় পাঁচ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আনন্দ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ আলাউদ্দিন (৪৬), মোঃ সোহাগ (২৫), মোঃ ইমন (১৯), মোঃ জসিম (৩৭), মোঃ আলাউদ্দিন (৪৫)।
জানা যায়, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আনন্দ বাজার এলাকার গিয়াস উদ্দিনের মুদি দোকানের মধ্যে জুয়া খেলারত অবস্থায় পাঁচ জুয়ারি কে আটক করেন। এসময় নগদ ৫৮০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।