শুক্রবার ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বৈশাখের ভোরে ঘন কুয়াশা দেখল নওগাঁ!

সাহেব আলী, নওগাঁঃ   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট

বৈশাখের ভোরে ঘন কুয়াশা দেখল নওগাঁ!

বাংলা পঞ্জিকার পাতায় ৩ বৈশাখ। অর্থাৎ চলছে গ্রীষ্মের তাপদাহ মৌসুম। কিন্তু বৈশাখের প্রথম সপ্তাহে যেন হঠাৎ খেয়ালি হয়ে উঠছে নওগাঁর প্রকৃতি। এমন দৃশ্য এর আগে কখনোই দেখেননি বলে জানিয়েছেন বয়োজ্যেষ্ঠরা।
রবিবার (১৬ এপ্রিল) ভোরে দৃশ্যটা ছিল পুরোপুরিই শীতকালের। যদিও শীতকালে যে ধরনের তাপমাত্রা থাকে সেটি ছিল না।
ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশায় আবারও ঢেকে যায় সবুজ প্রকৃতি। সকাল সাড়ে ৬টা পর্যন্ত সূর্যের মুখ দেখতে পায়নি নওগাঁবাসী। কয়েক দিন তাপমাত্রা বাড়ার পরও কালবৈশাখী ঝড়-বৃষ্টির দেখা নেই । এরপরই হঠাৎ প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তন দেখে তাই সবাই অবাক! সচারাচর এমনটি হওয়ার কথা নয়।

বদলগাছী উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, বৈশাখ মাসে এমন সময় কুয়াশায় পড়ার ঘটনা বিরল। বৈশাখে নওগাঁয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির ওপরে উঠে গেছে। গতকাল নওগাঁর সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। পবিত্র রমজানে এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় অনেকেই তৃপ্তি ও প্রশান্তি নিয়ে প্রাতঃভ্রমণ সেরেছেন। মন খুলে হেঁটেছেন। নাতিশীতোষ্ণ আবহাওয়া সকলের মন জুড়িয়ে দিচ্ছে গরমে স্বস্তি পেয়েছেন অনেকে।

নওগাঁর সদর উপজেলার চকবাড়িয়া এলাকার আমিনুল ইসলাম বলেন, ‘সকালে সি ও বাজার এলাকায় আসি ৬ টার দিকে। দেখি প্রচণ্ড কুয়াশা আমি এর আগে কখনও বৈশাখে এমন কুয়াশা দেখিনি।’

সদরের বালুডাঙ্গা এলাকার রফিক বলেন, ‘রমজানের জন্য ভোরে সেহেরি খেয়ে মসজিদে নামাজ পড়ে বাহির হয়ে দেখি প্রচণ্ড কুয়াশা। নামাজ পড়ে আসার সময় ধান, ঘাস ও লতাপাতার কচি ডগায় শিশির বিন্দু। আসলে এমনটি আগে কখনও হয়নি। মনে হচ্ছিল, এটি আমন মৌসুম না, বোরো মৌসুম। সাধারণত আমন মৌসুমে এমন দেখা যায়।’

এ বিষয়ে বদলগাছী উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রবিবার ভোরে সূর্যোদয় হলেও পরে কুয়াশা পড়ে। তবে আবার সূর্যের মুখ দেখা যায়। রবিবার নওগাঁতে সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৮ মিনিটে। ভোর ৬ টায় নওগাঁর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১:৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরোও বলেন, এ রকম কুয়াশা অস্বাভাবিক কিছু নয়। সাধারণত কোনো এলাকায় মেঘ নীচে নেমে এলে এবং তাপমাত্রা কম থাকলে মেঘলা আকাশের মতো আবহাওয়া বিরাজ করতে দেখা যায় বলেও জানান তিনি

Facebook Comments Box

Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins