
শাহরিয়ার আহমেদ (পরাগ) প্রতিনিধি (নরসিংদী) | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় ২ হাজার গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকারের পক্ষ থেকে উপজেলার মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের দুই হাজার অসহায় ও দুস্থ্য মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মরজাল ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও আসাদুজ্জামান টিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে রিয়াদ আহমেদ সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আমি এ বস্ত্র বিতরণ করছি। পর্যায়ক্রমে উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নের ৮ হাজার গরীর ও দুস্থ্য মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার পৌছে দেয়া হবে। অনুষ্ঠানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারকে আবারও ক্ষমতা রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
Posted ১০:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।