
পবা প্রতিবেদক : | সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ আওয়ামী লীগ নেতা আশরাফ আলী দেওয়ান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজেউন)। রবিবার (৯ ই এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিন বেলা দুইটায় নওহাটা সরকারি ডিগ্রী কলেজ মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জানাযার নামাজে শরীক হন, রাজশাহী শিক্ষাবোর্ড সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা দুর্যোগ ও পুনর্বাসন সাবেক কর্মকর্তা আমিনুল হক, বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, মোহনপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, সুজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।
আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, সাবেক মেয়র মুকবুল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজে আলী খান, বিএনপি নেতা সোহেল রানা, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ আলাউদ্দিন, প্রধান শিক্ষক ওমর আলী, প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, নওহাটা পৌর প্যালেন মেয়র-১ আজিজুল হক, প্যালেন মেয়র-২ দিদার হোসেন ভুলু, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ। এরপর মরহুমের গ্রামের বাড়ী সিন্দুরকুসম্বী দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।