
| রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (১৯ ফেব্রুয়ারী) রবিবার সকালে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ব্রাহ্মণবাড়িয়া সদর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মোঃ দেওয়ান হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা। আলোচনা সভা শেষে সদর উপজেলার ৫১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।