
সাদুল্লাপুর প্রতিনিধি --- | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
গাইবান্ধার সাদুল্লাপুরের ১১টি ইউনিয়নে পৃথকভাবে শনিবার ১১ ফেব্রুয়ারী জাতীয়তাবাদী দল বি এন পি’র পদযাত্রা অনুষ্ঠানের দাবী করলেও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ বলছে ভিন্ন কথা।
তাদের দাবী কয়েকটি ইউনিয়নে তারা ঝটিকা মিছিল বের করেছে।
তারা উপজেলা সদরে কোন পদযাত্রা করতে পারেনি।কারণ জনগন তাদের পক্ষে নেই আমরা কোন বাঁধাও দেয়নি। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্ল্যাহেল ফারুক বলেন,আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি জামাতের জন জীবনের নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া বলেন আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা সম্পূর্ণ করেছি। কোথাও কোন অপ্রীতকর ঘটনা ঘটেনি।
Posted ৯:২৪ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।