
শান্ত বণিক, নরসিংদী: | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মো. মান্নান (৫৫) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। শুক্রবার বেলাব থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মান্নান আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৫টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পারে থানা পুলিশ। পরে বেলাব থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম এর নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেয়া তথ্যে তার বাড়ি হতে ১টি একনলা বন্ধুক ও ০২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে।
Posted ৬:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।