
রিপোর্টার খুরশীদ আলম | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া মিনিবাসের সাথে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উত্তেজিত জনতা তাকওয়া বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় আহত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার ১১ জানুয়ারি বেলা ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুররের বাসন মেট্রো থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান বলেন, বুধবার বেলা ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং স্টেশন এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল এ সময় উল্টো পথে আসা একটি সিএনজির সাথে বাসটির সংঘর্ষ হলে সিএনজিটি উল্টে যায় এতে সিএনজি চালক আহত হন।
এ সময় আশেপাশে থাকা সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তাকওয়া মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহত সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, নাওজোর এলাকায় সিএনজি ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Posted ১০:২৯ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।