শনিবার ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩ আহত ৫

মোঃ সোহেল রানা,স্টাফ রিপোটার, টাঙ্গাইল   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩ আহত ৫

টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন অটোরিকশাযাত্রী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি রেললাইনের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঢেঁপাকান্দি নামক স্থানে অরক্ষিত রেলক্রসিংয়ে ওই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাভলী আক্তার(২৫), একই গ্রামের মো. সঞ্জাব আলীর মেয়ে জান্নাতি(দেড় বছর)। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুই জনের মরদেহ ভূঞাপুর থানায় রয়েছে ও অপর একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনরা নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানায়, ভূঞাপুর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাটি ফলদা বাজারে যাচ্ছিল। ট্রেনের শব্দ শুনেও চালক অটোরিকশাটি না থামিয়ে অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিল। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাকান্দিগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি বেশকিছু দূর পর্যন্ত ছেচঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত ৬ জনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভূঞাপুর রেলস্টেশনের মাস্টার মো. আব্দুল কাদের জানান, বুধবার ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ২৫৪ নম্বর লোকাল ট্রেনটি তারাকান্দি হয়ে ময়মনসিংহ যাচ্ছিল। ট্রেনটি ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দি রেলক্রসিংয়ে পৌঁছলে একটি অটোরিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটে। তিনি ওই ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পেয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে(জিআরপি) জানানো হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী একটি ট্রেন ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিং পাড় হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়। ওই ঘটনায় গুরুতর আহতাবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের বিষয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফন ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:১৮ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins