
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাইছ গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় নবীনগর পৌর এলাকার ভোলাচং বাজারের একতা অটো রাইস মিলে এই আগুন লাগার ঘটনা ঘটে।
সোমবার (৯ জানুয়ারি) সকালে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় রাইছ মিলে থাকা ধান, চাল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান একতা অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলমগীর হোসেন।
তিনি বলেন, রাতে গোডাউনে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মিলে ৩০০ বস্তা ধান, ৫০ বস্তা চাল, ৫০ বস্তা কুড়াসহ ১৫টি মিশিন ছিল। সবগুলো পুড়ে ভুস্মীভূত হয়ে গেছে।
ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, রাত ৩টায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত করে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।
Posted ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।