শুক্রবার ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে এক সাজাভোগকৃত কয়েদিকে মুক্তি প্রদান

কৌশিক দাশ (বান্দরবান) :   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে এক সাজাভোগকৃত কয়েদিকে মুক্তি প্রদান

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে এক সাজাভোগকৃত কয়েদিকে মুক্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলখানা গেইটে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপস্থিত থেকে ওই কয়েদিকে মুক্তি প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,জেল সুপার মো.জান্নাত-উল-ফরহাদ,জেলার মো.জাহেদুল আলম, ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো.আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তিপ্রাপ্ত কয়েদি চট্টগ্রাম জেলার বাসিন্দা পটিয়া থানার কেলিশহর গ্রামের বাবলা দে এর ছেলে টিংকু দে (৩১)।

বান্দরবানের জেল সুপার মো.জান্নাত-উল-ফরহাদ জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে লঘু অপরাধে দন্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদিদের মুক্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর কাছে একটি পত্র প্রেরণ করা হয়। পরে দীর্ঘ যাচাই বাচাই শেষে রাষ্ট্রপতির আদেশক্রমে বান্দরবান থেকে লঘু অপরাধে দন্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদিদের মধ্যে টিংকু দে এর মুক্তির জন্য আদেশ প্রদান করা হয়। জেল সুপার আরো জানান, মোটর সাইকেল চুরির একটি মামলায় ৩বছরের সাজা ও ৫হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ নিয়ে ২০২১সালের ২৯ডিসেম্বর বান্দরবান জেল কারাগারে আসে টিংকু দে । পরে তার সার্বিক কর্মকান্ড সন্তোষজনক হওয়ায় ও সে জরিমানার অর্থ সম্পূর্ণ পরিশোধ শেষে রেয়াতসহ ১বছর ৯মাস ১৭দিন হাজতবাস করায় তাকে মুক্তি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins