
শেরপুর প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নকলা থানা পুলিশের আয়োজনে ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় নকলা পৌর শহরের কায়দা পাগলী মার্কেট এলাকায় জনগনের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এর সভাপতিত্বে এসআই সুমন আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক নির্মূলের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ১১:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।