
মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি। | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ফরিদপুরে সাহসী সাংবাদিক গৌতম দাসের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।আজ বৃহঃবার ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে মালো দানও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে গৌতমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুরে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।
সভায় বক্তারা গৌতম দাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন সত্য প্রকাশে গৌতম ছিলেন আপশহীন। এজন্য তাকে প্রাণ দিতে হয়েছে । তবে সরকারকে ধন্যবাদ জানাই তার হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং আসামিরা শাস্তি ভোগ করেছে।ফরিদপুরে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
Posted ৭:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।