আজ রবিবার (১৯ মে-২০২৪ খ্রিঃ) নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়। উক্ত ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড উপলক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগণের জানমাল রক্ষায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। নরসিংদীবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে নরসিংদী জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পুলিশ সুপার। উক্ত ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এ. এম. ফজল-ই- খুদা, এএসপি, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহউদ্দিন, সরকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল জনাব আফসান-আল-আলম,এএসপি পুলিশ লাইন্স, নরসিংদী জনাব তোয়াহা ইয়াসীন হোসেন, কোট পুলিশ পরিদর্শক, ডিআইও (১), ওসি ডিবি, সকল থানার অফিসার ইনচার্জগণসহ নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।