
এস,এম মনির হোসেন : | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে গণসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং বৃহস্পতিবার সকালে সোনারগাঁও লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনে ময়ূরপঙ্খি মঞ্চে মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি স্লোগানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। এসময় তিনি বক্তব্যে বলেন, মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব ইয়াবা সেবনে স্মরণশক্তি ও মনোযোগ দেয়ার
ক্ষমতা নষ্ট করে আত্মহত্যার প্রবণতা, যৌনশক্তি নষ্ট, বন্ধ্যাত্ব, মস্তিষ্কে রক্তক্ষরণ, লিভার ও কিডনী নষ্ট, রক্তচাপ বৃদ্ধি ও হার্ট এ্যাটাক, কলহ প্রবণতা, আগ্রাসী ও আক্রমণাত্মক মনোভাব পরিলক্ষিত হয়।
গাঁজা সেবনে : ভাল-মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস,
দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি হ্রাস ও মতিভ্রম হয়।
ফেন্সিডিল ও হেরোইন সেবনে : পুরুষত্বহীনতা, বন্ধ্যাত্ব, ফুসফুস ও হার্টে প্রদাহ হয়।
মদ্য পানে গ্যাস্ট্রিক, আলসার, লিভার সিরোসিস ও ক্যান্সার হয়।
ধূমপানে : মুখে ঘা, ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, হার্ট এ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
ইনজেকশনের মাধ্যমে : মাদক গ্রহণ করলে এইডস,
হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি হয়।
সকল মাদক গ্রহণেই স্বাস্থ্যের দ্রুত ক্ষতি এবং মাদকাসক্তির পরিণতি অকাল মৃত্যু। তাই সকলেই জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম। ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল। সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া। সিভিল সার্জন নারায়ণগঞ্জ ডাঃ মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুবল আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। না:গঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান লায়ন বাবুল,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার,সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার জনগণ।
উক্ত আলোচনা সভায় মাদক এর ক্ষতিকর দিক গুলো নিয়ে আলোচনা করা হয় এবং মাদক থেকে বিরত থাকার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।
Posted ৭:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।