
খন্দকার আমির হোসেন: | সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট
৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য দ্রব্যসামগ্রী র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর আয়োজন করা হয়। র্যাব-১০ এর এসএসপি এমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।
সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৯টি, এসএমজি ৬টি, ৯ মিমি এআরএস ৪টি, শর্টগান ১৬টি, এ্যান্টি রাওট গান ১৫টিসহ মোট ৬০টি আগ্নেয়াস্ত্র, এসএমজি ম্যাগজিন ৩২টি, ড্রাম ম্যাগজিন ৯টি, স্নাইপার ম্যাগজিন ১টি, পিকে ম্যাগজিন ২৮টিসহ মোট ৭০টি ম্যাগজিন, রাইফেল বল এ্যামোনিশন ৬৭০টি, রাইফেল ব্ল্যাক এ্যামোনিশন ৩৭টি, রাবার বুলেট ২৪৭১টি, শীষা বুলেট ২৩৭টিসহ মোট ৩৪১৫টি গুলি, স্নোক হ্যান্ড গ্রেনেড ১০টি, টিয়ার গ্যাস (হ্যান্ড গ্রেনেড) ৫টি, ৩৮ মিমি টিয়ার গ্যাস শেল (শর্ট রেঞ্জ) ৪৬৭টি, মাল্টিপল আউটপুট নয়েস-ফ্ল্যাশ ৫টি, ফ্ল্যাশ ব্যাং ডাইভারসিওনারি ডিভাইস ১০টি, মাল্টি ইম্প্যাক্ট টিয়ার গ্যাস গ্রেনেড ২টি, ৪৮ মিমি সাউন্ড গ্রেনেড ১৯টি, সিএস স্প্রে ২টি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এসময় ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিব, তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।