
মোঃ এরশাদ আলী, বিশেষ সংবাদদাতা (সিরাজগঞ্জ) | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ধুবিল ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে ও ধুবিল ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান আকন্দ,জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদত হোসেন ঠান্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রুহি আফজাল, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভিপি আয়নুল হক, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, যুগ্ন সাধারণ হাবিবুর রহমান সুজন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (হাবু), সলঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সলঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনজু ইসলাম মুন্সি সহ ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও কৃষকগন উপস্থিত ছিলেন।
Posted ৪:৫০ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।