
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ১৩ মে ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। সরাইলের একটি ইটভাটায় নিজ সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শনিবার ১৩ মে ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিকস ফিল্ডে এই ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি আসলাম হোসাইন। নয়ন তারা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তিনঘড়িয়া এলাকার চাঁন মোস্তফার স্ত্রী। এই ঘটনায় ইটভাটার শ্রমিকরা স্বামী চাঁন মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ওসি আসলাম হোসাইন জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্যান্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র কন্যা তাজিনকে (১০) নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ঘুম থেকে জেগে যায় একমাত্র কন্যা সন্তান তাজিন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে। এই অবস্থায় কন্যা তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশের ঘর গুলোর অন্যান্য শ্রমিকদের ডেকে তুলে ঘটনাটি জানালে তারা গিয়ে দেখেন নয়ন তারা রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পরে চাঁন মোস্তফাকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে।ওসি আরও জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।