
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
সচিব পদে পদোন্নতি পেয়েছেন জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ খাইরুল আলম সেখ
ফাহিম ফারহান – সচিব পদে পদন্নোতি পেয়েছেন জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো : খাইরুল আলম সেখ,বিসিএস ১৩ তম ব্যাচের এ কর্মকর্তাকে এ পদোন্নতি দিয়ে সোমবার ( ৯ অক্টোবর ২০২৩ )জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় । প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ।
এর আগে ৫ অক্টোবর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয় । জনাব মোঃ খাইরুল আলম সেখ জননিরাপত্তা রাজনৈতিক ও আইসিটি অনু বিভাগের দায়িত্ব ছিলেন । তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাতে ।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে জনাব মোঃ খায়রুল আলম সেখ বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে নিয়োগ পান। সেসময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। গতবছর তাকে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় ।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | admim
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।