
লিটন মিয়া লাকু, গাইবান্ধা ঃ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ (২৬) হত্যার প্রায় এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি। পুলিশের নির্বিকার ভূমিকায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর বাজার এলাকায় প্রায় দু’ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়।
সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন নারী নেত্রী অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রভাষক ময়নুল কবীর মন্ডল, খোলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাহিদুল ইসলাম মৃদুল, ঘাগোয়া বিএনপির সভাপতি আব্দুল আজিজ, কুপতলা বিএনপির সভাপতি লোকমান হাকিম, মালিবাড়ী বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গিদারী বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী পিটন, স্থানীয় সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম, ডা. শাহজাহান আলী, মৃনাল কান্তি বর্মণ, সংস্কৃতি কর্মী আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য সোহেল রানা, ব্যবসায়ী নেতা সেলিম মন্ডল, সংস্কৃতি কর্মী আলী আজম, রবিন ইসলাম সম্রাট প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশের গাফিলতির কারণে প্রায় এক মাসেও শামীম আহমেদ হত্যার কোনো আসামি গ্রেফতার হয়নি। প্রভাবশালী মহলের সহযোগিতায় আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ফলে বাদি পক্ষের পরিবার-পরিজন চরম হুমকির মুখে রয়েছে। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিশোর গ্যাং নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপসহ আসামিদের অবিলম্বে গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের মারপিটে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর রাতে মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।