
মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর জেলা প্রতিনিধি। | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সাংবাদিক সম্মেলনে র্যাব-৮, বরিশাল এর কমান্ডিং অফিসার ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান জানিয়েছেন, ফরিদপুর ক্যাম্পের বিশেষ অভিযানে জেলার ভাঙ্গা উপজেলার নবীন মাতুব্বর (১৫) নামের এক কিশোর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর গ্রমের নাজির শেখ (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আটকৃতরা হলেন, কিশোর নবীন মাতুব্বর হত্যা মামলার আসামী জেলার ভাঙ্গা উপজেলার হাই মাতুব্বরের পুত্র ইমরান মাতুব্বর (২৫), শাহা হাওলাদারের পুত্র পারভেজ হাওলাদার (৩০) এবং মৃত হাই মাতুব্বরের পুত্র ফেলা মাতুব্বর (৪৮), যাদের ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে রাজবাড়ী জেলার নাজির শেখ (৪৫) হত্যা মামলার আসামী মৃত তারা দেওয়ানের পুত্র মোঃ রোকন দেওয়ান (৪৫), মোঃ রোকন দেওয়ানের পুত্র জসিম দেওয়ান (২৮) ও মোঃ সজিব দেওয়ান (২২)। এদের ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এ দুইটি হত্যাকান্ডই জাতীয় ও স্থানীয়ভাবে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় গুরুত্বের সাথে খবর পরিবেশিত হয়। এরই প্রেক্ষিতে ফরিদপুর ক্যাম্প আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন
Posted ৯:২২ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।