
শাহরিয়ার আহমেদ পরাগ | সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট
নরসিংদী রায়পুরা হাসিমপুরে ভাড়াটিয়ার ঘরে ঢুকে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বাড়ির মালিক। সোমবার (২৪ জুলাই) সকাল পৌনে ৯টায় রায়পুরা পৌর এলাকার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হানিফ মিয়া। রায়পুরা হাসিমপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,ভাড়াটিয়া তানজিনাকে দশ মিনিটের জন্য ঘর থেকে বের হতে বলে, ঘরে ভিতর প্রবেশ করেন হানিফ। পরে ঘরের দরজা-জানালা লাগিয়ে ধরনার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ভাড়াটিয়া তানজিনা জানান, ঘরে ঢোকার পর অনেক সময় অতিবাহিত হলেও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির মালিক হানিফ মিয়ার স্ত্রীকে বিষয়টি জানালে তিনি দ্রুত এসে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন স্বামীর ঝুলন্ত লাশ।
তবে আত্মহত্যার সুনিদিষ্ট কারণ জানাতে পারেনি নিহত হানিফের স্ত্রীসহ পরিবারের লোকজন। রায়পুরা থানার পরিদর্শক মীর মাহাবুব জানান, প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।