
শাহরিয়ার আহমেদ পরাগ | রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের এক মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামীকে অনাদায়ে ০১(এক) বছর ০৬(ছয়)মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত।
মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামী হলেন মৃত আঃবারিক মিয়ার ছেলে মালি হোসেন(৫০) নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারী পরোয়ানাটি নিশ্চিত করেন রায়পুরা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমান।
এরই ধারাবাহিকতায় শনিবার (১০ই জুন ) বিকাল ৪ঘটিকায় মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সঙ্গী ফোর্সের সহযোগীতায় কৌশল লুকানো অবস্থায় তার নিজ বাড়িতে মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছেন রায়পুরা থানা পুলিশ।
তাছাড়া রায়পুরা থানার পুলিশ উপপরিদর্শক মোঃরকিবুল ইসলাম জানান,গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী আসামী পেশাদার মাদকব্যবসায়ী।সাজাপ্রাপ্ত আসামী বিশিষ্ট মাদকব্যবসায়ী হিসাবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।মাদকব্যবসায়ী নিয়মিত বিভিন্ন জেলা থেকে এ ধরনের মাদক এনে রায়পুরা উপজেলায় নিয়মিত বিক্রি করে।
এই দন্ডাদেশের পূর্বে যে কারাবাস ভোগ করেছে তা ফৌজদারি কার্যবিধি,১৮৯৮ এর ৩৫ এ ধারা বিধান মতে এই দন্ড হতে বিয়োজন হবে।আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।সাজাপ্রাপ্ত আসামী মাদকব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯(১)এর টেবিল ৭(ক)ধারার অপরাধে ০১ (এক)বছর ০৬(ছয়)মাসের সশ্রম কারাদণ্ড মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত করা হয়।এ বিষয়ে রায়পুরা থানায় মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।
Posted ৮:১৪ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।